অবতক খবর , সৌম্য , পূর্ব মেদিনীপুর :- এগরা ২ নং ব্লকের এরেন্দা এলাকায় একটি পুকুর থেকে উদ্ধার মোটর সাইকেল সহ চালকের মৃতদেহ। উদ্ধার করে এরেন্দা এলাকার গ্রামবাসীরা।

আজ বৃহস্পতিবার সকালে ওই ব্যক্তির মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। এই ব্যাক্তির নাম স্বপন খাঁড়া বয়স ৩৫ ,বাড়ি এগরা ২নং ব্লকের কেউটগেড়িয়া। ঘটনা কী ভাবে কেউ বলতে পারচ্ছে না।

এই ঘটনা কে ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।