একটি মেয়ে
তমাল সাহা

একটি মেয়ে ঘরে ছিল
সেই ঘরে
জানালা ছিল দরজা ছিল

মেয়েটি এখন অন্তরে
মেয়েটি এখন বাহিরে
মেয়েটি এখন অনেক
রাত দখল করে

মেয়েটি মিছিল হলো
মোমবাতি হলো মশাল হলো
রাস্তা কাঁপায় পদভারে

মেয়েটি গান হলো
নাচ হলো স্লোগান হলো
দখল করো দখল চাই
ফাটায় গলা চিৎকারে

মেয়েটি মাটি হলো
মৃত্তিকা হলো
মেদিনী হলো সৃজনী
বিছন ছড়ায় বিছনী

মেয়েটি আকাশ হলো
ধ্রুবতারা হলো
মেঘ হলো ঝড় হলো
বিদ্যুৎ হলো–বজ্রপাণি
মেয়েটি এখন লক্ষ কোটি
শম্পা অশনি বহ্নি দামিনী