গাজা ও ইসরাইলের যুদ্ধ চলছে
একটি যুদ্ধের কবিতা
তমাল সাহা
পাঁচতলা বাড়িটা এক নিমেষে হুড়মুড় করে ভেঙে পড়ল।
পালানোর কোনো উপায় ছিল না।
কতগুলো পরিবার চাপা পড়েছিল আমার জানা নেই। শুধু জানি এয়ার স্ট্রাইক হয়েছিল
এয়ার স্ট্রাইক ইংরেজি শব্দ– এর বাংলা আমি জানি। আকাশপথে বোমারু বিমান হানা দিয়েছিল
উদ্ধারকারীরা এসেছিল। সন্তর্পণে ধ্বংসস্তূপ সরাচ্ছিল।
‘আমরা এখনো বেঁচে আছি!’ হাত তুলল মেয়েটি। ‘তবে আমার এক বছরের ছোট ভাইটিকে আগে বাঁচান! আটকে আছে আমার মা ঠাকুমা আরো ভাই-বোনেরা’।
ধ্বংসস্তূপে আটকে পড়া সেই মেয়েটি– আলমা
মেয়েটি বলে চলেছে, ‘আমার পরিবারদের আগে বাঁচান। আগে বাঁচান আমার ছোট্ট ভাইটিকে, প্লিজ! প্লিজ! আমাকে লাস্টে উদ্ধার করলেও চলবে।’
ধ্বংবশেষের নিচে জীবন কথা বলছে।মেয়েটির নাম আলমা, বয়স ১৩।