কবির জন্মদিনে অথবা মৃত্যু দিনে
একমাত্র কবি পারে
তমাল সাহা
একমাত্র কবিরা আসে যুগে যুগে
কবিরা পোশাকে আশাকে আচারে ব্যবহারে বহুরূপী
কবিরা জানে শব্দের কারুকাজ এবং শব্দের কারচুপি
একমাত্র কবি পারে
জীবন মৃত্যুকে জয় করতে
একমাত্র কবি পারে
মান অপমানকে উপেক্ষা করতে
একমাত্র কবি পারে
প্রবঞ্চক উমেদার দালাল হতে
একমাত্র কবি পারে
তৃণাদপি সহিষ্ণু হতে
একমাত্র কবি পারে
সত্য মিথ্যা একাকার করে দিতে
একমাত্র কবি পারে
ঘোষণা করতে তথাকথিত ধর্ম আছে কি নেই
একমাত্র কবি পারে
হাতে তুলে নিতে মুদ্রা মোহর
একমাত্র কবি পারে
শাসকের সাথে কাটাতে প্রহর
একমাত্র কবি পারে
উচ্চারণ করতে চুতিয়া গাড়ল
আমরা কবিতার প্রেমে পড়ি, আমরা কবি পাগল