অবতক খবর,১৮ অক্টোবর: কাঁচরাপাড়া রেল স্টেশনে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল। ‌করোনার মহাকাল তার রুটি-রুজি কেড়ে নিয়েছে। লোকটির নাম পাঁচু সাহানি। কাঁচরাপাড়া রেল লাইনের ধারে দ্বারভাঙা কলোনিতে তার বাস। সামান্য রিক্সাওয়ালা। ‌

এই শহর ঘিরে ফেলেছে অটো এবং টোটোতে। তিনি এক সামান্য রিকশাচালক। করোনা কালে তিনি পারছিলেন না কোনো দিনগত মজুরি উপার্জন করতে। ফলত তিনি দীর্ঘ দিন অপেক্ষা করে যখন কর্মহীন অবস্থায় পড়ে রয়েছেন, শেষ পর্যন্ত আত্মহত্যা করতে বাধ্য হলেন।

তাঁর ৬ জনের পরিবার। এক ছেলে সরযু সাহানি, সেও জোগাড়ের কাজ করে। প্রায় উপার্জনহীন ৬ জনের পরিবার কিভাবে চলে? বাধ্য হয়েই অসহায় পাঁচু সাহানি যেভাবে আত্মহত্যা করলেন, তাঁর লাশ দেখলে সাধারণ মানুষ আঁতকে উঠবেন। তাঁর হাত একদিকে, পা একদিকে, গলার উপর দিয়ে চলে গিয়েছে ট্রেন। ‌ তাঁর মাথা অন্যদিকে দূরে ছিটকে পড়েছে। ‌ এক ভয়াবহ দৃশ্য সৃষ্টি করেছে তাঁর এই লাইনে কাটা মৃতদেহ।

করোনা কালে এইরকম আরো কতজন মজুরকে আত্মহত্যা করতে বাধ্য করেছে আমরা কি জানি! কি হবে এদের? পরিযায়ী শ্রমিকদের ভাগ্য দেখেছি আমরা। সামান্য রিকশাচালক তার দিনগত মজুরি কেড়ে নিয়েছে এই করোনা কাল।