নিজস্ব সংবাদদাতা :: ইসলামপুর ::   ফেসবুকের মাধ্যমে বর্তমানে বিভিন্ন নামে উঠে আসছে একাধিক সংবাদ। কোনরকম আইনি বৈধতা ছাড়াই চলছে সেসব সংবাদ পরিবেশন। ফলে এর জন্য প্রকৃত তথা বৈধ সংবাদ মাধ্যমগুলি চরম অস্বস্তিতে। অনেক সংবাদই যেমন সংবাদ হয়ে উঠছে না আবার অনেক ক্ষেত্রে কিছু সংবাদ ভিত্তিহীন হয়ে দাঁড়াচ্ছে। যা কিনা প্রকৃত সংবাদ জগতের ভাবনাকে নষ্ট করছে। আবার কখনো কখনো বিভিন্ন সংবাদ মাধ্যমের কিছুটা অনুকরণে সেসব গড়ে ওঠায় বৈধ নিউজ চ্যানেল গুলো সম্পর্কে বিভ্রান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ।

গ্রামে গ্রামে গড়ে উঠেছে এ ধরনের স্বঘোষিত নিউজ চ্যানেল। অবিলম্বে এর রাশ টানা দরকার। এসব যদি এভাবেই চলতে থাকে তবে তা কোন নিয়ম বা প্রক্রিয়া মেনে। তানিয়ে প্রশাসনের সঙ্গে কথাও বলা হবে প্রেস ক্লাবের তরফে ।তাই সংশ্লিষ্ট দাবিকে সামনে রেখে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো সামাজিক দূরত্ব মেনেই। সংবাদমাধ্যমকে আরো সক্রিয় করে তুলতে সাংবাদিকদের ভূমিকা নিয়ে বিভিন্ন গঠন মূলক আলোচনা উঠে আসে সদস্যদের তরফে।

মুখে মাস্ক আর স্যানিটাইজার ব্যবহার করে ছোট্ট পরিসরে রবিবার ইসলামপুর মহাকুমা প্রেসক্লাব ভবনে আয়োজিত হল সাধারণ সভা।পাশাপাশি সংবাদমাধ্যমকে আরও সভায় সম্পাদক হিসেবে সুশান্ত নন্দী এবং সভাপতি রঞ্জিত যাদব ও কার্যকারী সভাপতি মেহেদী হেদায়েতুল্লাহ এবং কোষাধ্যক্ষ পদে গৌতম শিকদারকে রেখে মোট পনেরো জনের কার্যকরী কমিটি গঠন করা হয়।

উল্লেখ্য, ওই কমিটিতে রয়েছেন উপদেষ্টা হিসেবে সালভা সিং,মহাবীর প্রসাদ তোডি সহ-সভাপতি পদে রয়েছেন সুবল চন্দ্র গোপ, এম আই নাজিম,অলক সরকার, সহ-সম্পাদক হিসেবে রয়েছেন বিন্দেশ্বরি যাদব, শান্তনু মন্ডল ,শীষ মোর্তাজ, কার্যকরী সদস্য হয়েছেন কাজল মন্ডল, পুলক সরকার ও অয়ন মন্ডল। ওই সভায় উপস্থিত হয়েছিলেন উত্তর দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অলিপ মিত্র এবং সঙ্গে ছিলেন স্বরূপ দত্ত।