অবতক খবর,১২ মার্চ,মালদা:- মাটিতে পড়ে থাকছে ছেঁড়া তার অফিসে জানানো দরকার, ভেজা হাতে ইলেকট্রিক সুইচ বোর্ডে হাত দেবেন না, ভেজা জামাকাপড় ইলেকট্রিক তারে মেলবেন না। এই রকমই একাধিক সচেতনতামূলক বার্তা তুলে ধরে শহরের রাজপথ জুড়ে পদযাত্রা বিদ্যুৎ কর্মীদের।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে বুধবার মালদা বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে এই মর্মে বিদ্যুৎ ব্যবহার বিষয়ে এক সচেতনতামূলক পথযাত্রার আয়োজন করা হয়েছিল। শহরের রবীন্দ্র এভিনিউ থেকে শুরু হয়েছিল এই পদযাত্রা। বিভিন্ন সচেতনতামূলক বার্তা তুলে ধরে এই পদযাত্রায় পা মেলান বিদ্যুৎ কর্মী এবং আধিকারিকরা। উপস্থিত ছিলেন মালদা বিদ্যুৎ দপ্তরের রিজিওনাল ম্যানেজার সৌমেন দাস, সহ অন্যান্য আধিকারিক এবং মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি উজ্জ্বল সাহা সহ অন্যান্যরা শিল্পপতিরা।