অবতক খবর, উত্তর ২৪ পরগণাঃ  আজ ২১শে ফেব্রুয়ারি কাঁচরাপাড়া মিউনিসিপ্যাল পলিটেকনিক উচ্চ বিদ্যালয়ে পালিত হল বিশ্ব মাতৃভাষা দিবস। আজ চতুর্থ ঘন্টার পর বিদ্যালয়ের আশাপূর্ণা হলে গান, আবৃত্তি, বক্তৃতা, আলোচনার মাধ্যমে দিনটি যথাযথ মর্যাদায় পালিত হয়।

অনুষ্ঠানের শুরুতে শহিদ বেদীতে মাল্যদান করেন বিদ্যালয়ের বরিষ্ঠ শিক্ষক শ্রী মানস সেন। এরপর শিক্ষক শিক্ষিকারা সমবেত কন্ঠে– “আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি” ও “আমি বাংলায় গান গাই” গান দুটি পরিবেশন করেন। এরপর ছাত্র ছাত্রীরা আবৃত্তি পরিবেশন করে।

 

 

আবৃত্তি পরিবেশন করেন শিক্ষিকা বর্ণালী বিশ্বাস। শিক্ষক শ্রী দীপক কুমার চ্যাটার্জী অত্যন্ত মনোগ্রাহী বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে বলেন, বাংলা ভাষা আমাদের প্রাণের ভাষা। প্রতিনিয়ত এ ভাষার চর্চা প্রয়োজন,সরলীকরণ প্রয়োজন। কোনো কুৎসিত শব্দ প্রয়োগে এ ভাষা কলঙ্কিত করার অর্থ নিজের মাকে কলঙ্কিত করা। এরপর শিক্ষক দীপক নায়েক তার বাংলাদেশ সফরের কিছু অভিজ্ঞতা ছাত্রদের সঙ্গে ভাগ করে নেন। অনুষ্ঠানটির সুন্দর সঞ্চালনা করেন শিক্ষক রাজদীপ ভট্টাচার্য।