অবতক খবর :: শিলিগুড়ি :: লকডাউন হওয়াতে সমস্যায় পড়েছেন ক্যাটারিং ব্যাবসায়ীরা। একের পর এক অনুষ্ঠান বাতিল হয়ে যাওয়ায় মাথায় হাত ক্যাটারিং ব্যাবসার সাথে যুক্ত লোকেদের।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ক্যাটারিং ব্যাবসায়ী জানালেন এই বৈশাখ মাসে তাদের মোট নটা কাজ ছিলো। এই নটা কাজই বাতিল হয়েছে করোনার কারনে। যেহেতু আগের থেকে টাকা অগ্রিম নেওয়া ছিলো,সেকারনে অগ্রিম নেওয়া টাকাও ফেরত দিতে হয়েছে তাদের। আবার কবে কাজ হাতে আসবে জানেন না কেউই,এই লকডাউন উঠে যাবার পরে হয়ত কাজ আবার শুরু হবে কিন্তুু সেটা কতদিন লাগবে আমাদের জানা নেই।
লকডাউন চলায় সমস্যায় ডেকরেটার্সেরাও কাজ না থাকায় কর্মচারীদের মায়নাও দিতে পারছেন না তারা। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে আপাতত আমরা আমাদের অধীনে যারা কাজ করেন তাদের দায়িত্ব নিলাম,তবে এটা কতদিন বজায় রাখতে পারবো বলতে পারছি না।