অবতক খবর,১ আগস্টঃ বাস ভাড়ার মূল্য বৃদ্ধি নিয়ে পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী তিনি জানিয়েছেন, কেন্দ্রের বিজেপি সরকারের পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির কারণে বাসের ভাড়া বৃদ্ধি হওয়া উচিত এমন একটি সুপারিশ জমা পড়েছে রাজ্যের এস্টিমেট কমিটির থেকে। তবে এখনই কোনো বাসের ভাড়া বাড়ছেনা এমনটাই জানিয়েছেন পরিবহন মন্ত্রী।
সরকারি ও বেসরকারি দুই বাসের ক্ষেত্রে এই একই বিধি নির্ধারণ রয়েছে। তিনি জানান বিভিন্ন বেসরকারি বাস সংগঠন গুলি তারা নিজেরাই তাদের সঠিক ধারা নির্ধারণ নিয়ে দ্বন্দ্বে রয়েছে। তাই সরকারের তরফ থেকে সকলের জন্য একটি নির্দিষ্ট ভাড়া বেঁধে দেওয়া রয়েছে। জনসাধারণের কথা মাথায় রেখেই এই নির্দেশনামা মানা হবে।
তবে বেসরকারি বাসের ক্ষেত্রে যদি কোথাও লাগামহীন ভাড়া বৃদ্ধির ঘটনা ঘটে তবে সেক্ষেত্রে প্রমাণ স্বরূপ পরিবহন দফতরে যোগাযোগ করলে যথা যথ ব্যাবস্থা নেওয়া হবে।