অবতক খবর,৪ ডিসেম্বর: ফের একবার নতুন করে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে। যার নাম ঘূর্ণিঝড় জাওয়াদ। শনিবার তা ওড়িশা এবং অন্ধ্র প্রদেশ উপকূলে আছড়ে পড়ার কথা। যার রেশ টের পাওয়া যাবে পশ্চিমবঙ্গেও। বঙ্গোপসাগর থেকে ধীরে ধীরে স্থলভাগের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড়। উপকূলে আছড়ে পড়ার পর থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে ওড়িশা ও অন্ধ্র প্রদেশের বিভিন্ন জেলায়।