আসামে রাষ্ট্রীয় পৈশাচিক বর্বরতা।২০ এবং ২৩ সেপ্টেম্বর,২০২১ গরুখুঁটি- ধলপুরে উচ্ছেদ অভিযানে পুলিশের গুলিতে নিহত তিনজন। আহত অসংখ্য। আশ্রয়ের লড়াই চলছে সেখানে রাষ্ট্রের বিরুদ্ধে।
এতো লাশ রাখবো কোথায়
তমাল সাহা
এখনও তুমি বলো
এতো উত্তেজিত হও কেন?
এতো ক্রুদ্ধ হয়ো না।
তবে বলো, কবে হবো?
এমন উচ্চকিত উচ্চারণ
তুমি বলো কবিতাতে বারণ।
রাষ্ট্র কেড়ে নেবে আশ্রয়
উচ্ছেদ হাজার হাজার পরিবার
ময়দানে নামবে ট্রাক্টর বুলডোজার
খতম অভিযানে নামবে পুলিশ আধাসামরিক বাহিনী
গরুখুঁটি-ধলপুরে রক্ত ঝরে আর ঝরে
বলো কবে ভাঙবে নীরবতা
কবে হবে সরব, তুলবে সোচ্চার ধ্বনি?
পুলিশের গুলিতে পরপর তিন জন খুন
শবের উপর নৃত্য করে শয়তান
মৃতদেহের গলা হাঁটুতে চেপে ধরে
সে কী পৈশাচিক উল্লাস!
রাষ্ট্র বলে, সফল অভিযান–
সাবাস! সাবাস!
এ কোন জন্মভূমে তোমার আবাস!
কে দেবে তোমায় নিরাপত্তার আশ্বাস?