অবতাক খবর, সংবাদদাতা, শিলিগুড়ি :: এন আর সি এবং ক্যাবের বিরুদ্ধে আজ শিলিগুড়ির ময়নাগুড়ি থেকে পদযাত্রা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দোপাধ্যায় । আজ দুপুর একটার সময় মুখ্যমন্ত্রীর মিছিল শুরু হয় ।মিছিলে ছিলেন প্রায় পঞ্চাশ হাজারেরও বেশী লোক ।মিছিলে ছিলেন পর্যটনমন্ত্রী গৌতম দেব,অরুপ বিশ্বাস,দার্জিলিং জেলা তৃনমুল কংগ্রেস সভাপতি রঞ্জন সরকার এবং অন্যান্য শীর্ষ নেতৃত্ব। আজ সকাল থেকেই মমতা বন্দোপাধ্যায়ের মিছিল জনসমুদ্রের চেহারা নেয়।চারিদিক থেকে প্রায় একলক্ষের বেশী লোক হিলকার্ড রোড,সেবক রোডে,মুখ্যমন্ত্রী মিনিট পনেরো বক্তব্য রেখে শুরু করেন পদযাত্রা। উৎসুক্য জনতার ভীড় ঠেলে নেত্রী এগিয়ে যান হিলকার্ড রোড দিয়ে।
পিছনে ছিলেন প্রায় লক্ষাধিক সমর্থক,মাইকে করে No Nrc, No Cab বলতে বলতে এগিয়ে যাচ্ছিলেন তৃনমুল কাউন্সিলার শ্রাবনী দত্ত এবং চন্দ্রানী মন্ডলেরা। মিছিল বাঘাযতীন পার্কে গিয়ে শেষ হয় দুপুর দুটোর কিছু পরে,সবমিলিয়ে জজননেত্রীর মিছিলে সাড়া দিলো গোটা উত্তরবঙ্গের সাথে শিলিগুড়ি এবং বুঝিয়ে দিলো এই লড়াইতে তারা সাড়া দিয়েছে নিজের মত করেই।