অবতক খবর,২৮ আগস্ট,ইসলামপুর: সকাল-৭টা—শহরে বন্ধের প্রভাব এখনো অব্দি পড়েনি সকাল থেকেই বাস ছোট গাড়ি চলাচল করছে।

তবে সবথেকে বড় বিষয় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসগুলির ড্রাইভারেরা মাথায় হেলমেট পড়ে গাড়ি চালাচ্ছেন।

তবে তারা বলছেন কোন অপ্রতিকর যদি ঘটনা ঘটে যায় বাইরে থেকে কোন ঢিল পড়ে সেই জন্যই ডিপোর নির্দেশে তারা হেলমেট পড়ে গাড়ি চালাচ্ছেন ।

ড্রাইভার মিঠুন দাস বলেন এর আগেও এরকম অপ্রীতিকর একটি ঘটনা ঘটে গেছিল তার সঙ্গে সেই অভিজ্ঞতাতেই , বাস চালাচ্ছেন হেলমেট পড়ে।