অবতক খবর,২০ সেপ্টেম্বর,জলপাইগুড়ি: এবছর প্রথম দুর্গা পুজোয় কুমারী পুজো অনুষ্ঠিত হবে জলপাইগুড়ি তিস্তা নদী সংলগ্ন জুবলি পার্ক এলাকার শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরে। এবারে দুর্গা পুজো দ্বিতীয় বর্ষে পর্দাপন করল। রবিবার নিয়ম নিষ্ঠার সঙ্গে
পুরোহিত মশাইয়ের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে খুঁটিপুজো সম্পূর্ণ হল। পুজো কমিটির সম্পাদক সঞ্জীব ভদ্র বলেন, এবার পুজোয় প্রথম কুমারী পুজো হবে। করোনা পরিস্থিতিতে মন্দির চত্বরে প্যান্ডেল করা হয় এবং সমস্ত সরকারি স্বাস্থ্য বিধি মেনে অত্যন্ত নিয়ম নিষ্ঠার সঙ্গে কুমারী পুজো হবে। দর্শনার্থীরা যাতে করোনা আবহে সুষ্ঠভাবে পুজো
দেখতে পারেন সেদিকে খেয়াল রাখা হবে। এদিনের খুটি পুজোয় উপস্থিত ছিলেন মন্দির কমিটির সকল সসস্য বৃন্দরা।