অবতক খবর,৩০ সেপ্টেম্বর: ফের ভাটপাড়ায় বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে। ভাটপাড়ার সক্রিয় বিজেপি নেতা সন্তোষ সিং। একসময়ে তিনি বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার সচিব পদে ছিলেন। কিন্তু সম্প্রতি নতুন কমিটি গঠন হয়েছে। সেখানে সন্তোষ সিং-এর কোন জায়গা হয়নি। আর এরপর থেকেই তিনি নিজের দলের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন। তিনি সরাসরি পরিবারতন্ত্রের কথা বলেছেন। তিনি নাম না করে তাঁর সমস্ত ক্ষোভ উগরে দিয়েছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং-এর বিরুদ্ধে।
সন্তোষ সিং তাঁর ফেসবুক থেকে সরাসরি বলেন,”আমার বিরুদ্ধে মিথ্যা রটনা চলছে। বলা হচ্ছে যে,আমি নতুন কমিটিতে কোন পদ পাই নি বলেই আমি বিরোধিতা করছি। কিন্তু আসলে তা নয়। আমি বিরোধিতা করছি কিছু বিশেষ ব্যক্তির, যারা সম্প্রতি বিজেপিতে ঢুকেছেন এবং বিজেপির নীতি আদর্শকে অমান্য করে নিজেদের ইচ্ছেমতো কাজ করে চলেছেন। তাঁরা দুর্নীতিগ্ৰস্ত।
দুর্নীতিবাজরা দলে ঢুকে দলের নীতি আদর্শ ক্ষুন্ন করবে তা হয় না। আমি পদের লোভে দল করি না। আমি দলের নীতি আদর্শকে বাঁচাতে মরিয়া। আর যে সেটা ক্ষুন্ন করবে,সে যেই হোক না কেন আমি তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। যে প্রকৃতই বিজেপি কর্মী সে কখনোই দুর্নীতিগ্ৰস্ত হতে পারে না।
বিজেপিতে পরিবারতন্ত্র চলে না। আমি এর বিরোধিতা করবোই। আর আমার বিরুদ্ধে কোন অভিযোগ নেই,আমি দুর্নীতিগ্ৰস্ত নই এবং কেউ তা প্রমাণ করতে পারেনি আর পারবেও না। আমি সবসময় মানুষের পাশে ছিলাম এবং আছি।”