অবতক খবর :: ইসলামপুর :: ২৩এপ্রিল ::    করোনা সংক্রমণ এড়াতে সরকার ঘোষিত লকডাউন সফল করতে এলাকায় পুলিশকর্মীরা দায়িত্ব পালন করতে কখনও হাসপাতলে আবার কখনও বা গ্রামে গ্রামে কিংবা কখনও রাস্তায় আবার কখনও বা কোয়ারেন্টাইন সেন্টারে ছুটছেন। তাই তাদের জন্য পৃথক কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করল ইসলামপুর পুলিশ জেলা।

পুলিশ সুপার শচীন মক্কার জানিয়েছেন,”গোলপোখর এক ব্লকের পাঞ্জিপাড়াতে তৈরি করা হয়েছে ওই কোয়ারেন্টাইন সেন্টার। সেখানে চৌত্রিশটি বেড রয়েছে।” তবে এমন কোনও পরিস্থিতিতে ওই পুলিশকর্মীদের সেখানে যেন পৌঁছাতে না হয় তার জন্যও তিনি প্রার্থনা করেছেন।যদিও যেকোনও সময় সাধারণ মানুষের পাশাপাশি পুলিশ আধিকারিক কিংবা পুলিশ কর্মীদের যেতে হতে পারে ওই কোয়ারেন্টাইন সেন্টারে । তার জন্যই আগাম প্রস্তুতি নিঢে রাখলো ইসলামপুর পুলিশ জেলা। একটি বেসরকারি রেস্টুরেন্টে সমস্ত সুবিধাসহ ইতিমধ্যেই সাজিয়ে ফেলা হয়েছে ওই কোয়ারেন্টাইন সেন্টার।