বর্তমান পরিস্থিতিতে রাস্তা ছাড়া রাস্তা নেই। লড়াই ছড়া পথ নেই।
এবার যুদ্ধে চলো
তমাল সাহা
ঝড় এলো,বুঝলাম ইয়াস এসেছিল
ইয়াস এলো,বুঝলাম ত্রাণ এসেছিল
ত্রাণ এলো, বুঝলাম নেতারা চোর ছিল
চোর নেতারা এলো,বুঝলাম শাসক ছিল
শাসক এলো,বুঝলাম সন্ত্রাস ছিল
সন্ত্রাস এলো,বুঝলাম বন্দুক ছিল
বন্দুক এলো, বুঝলাম রক্তপাত খুন ছিল
রক্তপাত খুন এলো,বুঝলাম প্রতিবাদ ছিল
প্রতিবাদ এলো, বুঝলাম মিছিল ছিল
মিছিল এলো, বুঝলাম চোখে চোখ ছিল
চোখে চোখ এলো, বুঝলাম ভালবাসা ছিল
ভালোবাসা এলো, বুঝলাম হাতে হাত ছিল
হাতে হাত ছিল,বুঝলাম কমরেড ছিল
কমরেড এলো, বুঝলাম স্লোগান ছিল
স্লোগান এলো, এবার তবে যুদ্ধে চলো