অবতক খবর,৬ সেপ্টেম্বর,বাঁকুড়াঃ- এবার রাজনৈতিক বিরোধী পক্ষকে নয়, সরাসরি সংবাদমাধ্যমকেই নিশানা করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সোমবার বাঁকুড়ার বিষ্ণুপুর যদুভট্ট মঞ্চে দলের ‘বিশেষ কার্যকর্তা বৈঠকে যোগ দিতে এসে ‘চটি চাটা মিডিয়া’ বলে কটাক্ষ করেন ‘দলবদলু’ নব্য এই বিজেপি নেতা।
এদিন দলের ‘বিশেষ কার্যকর্তা বৈঠকে’ যোগ দিতে যদুভট্ট মঞ্চে ঢোকার মুখে শুভেন্দু অধিকারীকে তাঁকে নিয়ে আদালতের রায় প্রসঙ্গে উপস্থিত সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, ‘কে বলছে? আপনারা চটি চাটা মিডিয়া। এই চিত্রনাট্যের যিনি রুপকার সেই মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে গিয়ে প্রশ্ন করুন। তিনি উত্তর দিতে পারবেন। এই বলেই যখন আর কোন প্রশ্ন করার সুযোগ না দিয়ে শুভেন্দু অধিকারী সাংবাদিকদের ঠেলে ভীতরে ঢুকে যাচ্ছেন তখন পিছনে উল্লসিত কর্মীরা ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিয়ে আসর মাতানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছেন। এমনকি দলীয় সভা শুরুর আগে ‘প্রেক্ষাগৃহে’ সাংবাদিকদের ছবি তোলার ব্যাপারেও নিষেধাজ্ঞা জারি করেন তিনি।