অবতক খবর , শিলিগুড়ি :      শিলিগুড়িতে এবারে গনেশ পূজোর সংখ্যা কমে যাবার সাথে সাথে ছোটও হয়ে গেছে পূজো। শিলিগুড়ির বিভিন্ন এলাকায় বাজেটের প্রায় দশ ভাগ কমে গেছে পূজার খরচ। বেশীরভাগ পূজোই হচ্ছে নম নম করে। শিলিগুড়ির বিধান মার্কেটের পূজো এবারে একেবারেই ছোট হয়ে গেছে।

পূজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে এবারের করোনা আবহে কারো কাছ থেকে চাঁদা নেওয়া হয়নি। শিলিগুড়ির কোন গনেশ পূজোই এবারে বড় করা হয় নি এই করোনা আবহের জন্য।