অবতক খবর ,সুজিত , হুগলি :- গতকাল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ যে বাজেট পেশ করেছেন তাতে এলআইসি এর ৭৪ শতাংশ শেয়ার বিক্রী করার সিদ্ধান্ত নিয়েছে।আজ শ্রীরামপুরের এলআইসি অফিসে বিক্ষোভ দেখালো এলআইসি কর্মীরা।তাদের বিক্ষোভে সামিল হয় তৃণমূল কংগ্রেস কর্মীরা।

এলআইসি কর্মীদের দাবী এতে করে গ্রাহকদের অসুবিধা হবে।তাদের সুরক্ষা থেকে বঞ্চিত হবে।এলআইসি এজেন্টরা ক্ষতিগ্রস্থ হবে।সারাভারত বর্ষে সালে এগারো লক্ষ এজেন্ট রয়েছে।তাদের আর্থ সামাজিক ভাবে ক্ষতিগ্রস্থ হবে এজেন্ট থেকে গ্রাহক সকলেই।

আমরা চাই কেন্দ্রীয় সরকার অবিলম্বে এই বিল প্রতাহার করে।শ্রীরামপর পৌর প্রসাশক মন্ডলীর সদস্য সন্তোষ সিং বলেন সারাভারতে মানুষ সব থেকে বেশি ভরসা করে এলআইসির উপর,আর কেন্দ্রীয় সরকার সেই এলআইসি কে বেচে দিতে চাইছে।

তিনি বলেন এজেন্টদের পাশাপাশি গ্রাহকদের সুরক্ষার সার্থে তৃণমূল লড়ছে।বিজেপি এলআইসি বিক্রী করে কাটমানি খেতে চাইছে বলেও অভিযোগ করেন তিনি।তিনি বলেন এই কাটমানির টাকায় বিজেপি প্লেন পাঠিয়ে MLA,MP কেনা বেচা করছে,আমরা মানুষের টাকায় এই কেনাবেচা করতে দেবোনা।।