অবতক খবর,১৭ মার্চ,মালদা:- ইংরেজ বাজারের কাজিগ্রাম অঞ্চলের নওদা বাজার চন্ডিপুর তুতেপারা সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট নামে এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে রবিবার এলাকার প্রায় দুই হাজার মানুষদের নিয়ে ইফতার পার্টির আয়োজন করা হয়।

ইফতার পার্টিতে দেশ ও জাতির কল্যাণের উদ্দেশ্যে দোয়া করা হয়। সম্প্রীতির বার্তা দিতে মুসলিম ধর্মাবলম্বী মানুষের পাশাপাশি হিন্দু ধর্মলম্বী মানুষদেরো এই ইফতার পার্টিতে আমন্ত্রণ করা হয়। তুুতেপারা সোসাইটির ইফতার পার্টির আমন্ত্রণে সারা দিয়ে বহু হিন্দুধর্মী মানুষ একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ইফতার পার্টিতে অংশগ্রহণ করে।

ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন সোসাইটির সভাপতি তাহির মহালদার, সম্পাদক মোজাহার মহালদার, কোষাধ্যক্ষ মিম্মাসাদ মহালদার সহ সোসাইটির অন্যান্য সদস্য এবং বিশিষ্ট সমাজসেবী তথা জেলা যুব নেতা সৌমিত্র সরকার, বিশিষ্ট অতিথি প্রসূন ঘোষ, কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েত প্রধান মধুমন্তি কর্মকার, মালদা জেলা পরিষদ সদস্য মোহাম্মদ জুয়েল রহমান সিদ্দিকী, তৃণমূল মহিলা ব্লক সভাপতি সুলতানা সাবিনা ইয়াসমিন সহ অন্যান্য অতিথিবৃন্দ।