অবতক খবর, উত্তর দিনাজপুরঃ নিখোঁজ দুই শিশু আর এক ব্যাক্তিকে উদ্ধারের দাবীতে এবারে রায়গঞ্জ থানা ঘেরাও করে বিক্ষোভে সামিল হলেন আদিবাসীরা। রবিবার দুপুরে ধামসা মাদল বাজিয়ে এসইউসিআইএর নেতৃত্বে তীর ধনুক নিয়ে একদল সশস্ত্র আদিবাসীরা রায়গঞ্জ থানায় আসেন। সেসময় সশস্ত্র নিয়ে থানায় আইসির সাথে দেখা করতে ঢুকতে গেলে পুলিশ বাধা দেয়। তাতে থানার সামনেই অবস্থান বিক্ষোভে বসে পড়েন বিক্ষোভকারীরা।
জানা গিয়েছে, গত দুবছর আগে রায়গঞ্জের লক্ষ্মীরাম মুর্মু নামে রায়গঞ্জের খলসী এলাকার বাসিন্দা আচমকাই উধাও হয়ে যায়। এদিকে এই ঘটনার পর গত বছর ওই গ্রামেরই সুনিরাম মার্ডি ও বিশ্বনাথ কিক্সু নামে দুই শিশু নিখোঁজ হয়ে যায়। এদিকে এই তিন ঘটনাতেই ওই গ্রামেরই বাসিন্দা মফিজুদ্দিন নামে এক এক ব্যাক্তির বিরুদ্ধে পাচারের অভিযোগ ওঠে।
ইতিমধ্যেই অভিযোগের ভিত্তিতে গত জানুয়ারি মাসে অভিযুক্ত মফিজুদ্দিনকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু নিখোঁজদের কোনো হদিশ মেলেনি। আর তাই নিখোঁজ দুই শিশু ও ওই ব্যাক্তির পরিবারের সদস্যদের নিয়ে এই বিক্ষোভে সামিল হয় এসইউসিআই।