অবতক খবর :: শিলিগুড়ি :: বুধবার এসএফআই ও ডিওয়াইএফআই র যৌথ উদ্যোগে জলপাইগুড়ি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের লক ডাউন-এ বিপদে পড়া দুস্থদের হাতে চাল ,ডাল ,আলু ,সোয়াবিন ,তেল ,হলুদ তুলে দেওয়া হয় । সঙ্গে ছিলেন এই ওয়ার্ডের শিক্ষক সমাজ । তাদেরকে ধন্যবাদ জানান প্রাপক গ্রামবাসীবৃন্দ।
সেইসাথে এদিনই জলপাইগুড়ি পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের গরীব দুঃস্থ মানুষদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিল এই ওয়ার্ডের শিক্ষক-শিক্ষিকারা । জলপাইগুড়ি শহরের শিরিষতলা সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন-এর পক্ষ থেকে সংলগ্ন এলাকায় মানুষের হাতে পুষ্টিকর খাদ্য তুলে দেওয়া হয় বুধবার। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল পাউরুটি ,কলা, দুধ ও ডিম। এই দুর্দিনে খাদ্য সামগ্রী পেয়ে স্বভাবতই খুশি বাসিন্দারা