অবতক খবর,১৫ ফেব্রুয়ারী : ওয়েস্ট বেঙ্গল মোটর ভেহিকেলস ওনার এজেন্ট ইউনিয়নের ২৩ তম রাজ্য কমিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো বহরমপুর গ্র্যান্ড হলে। কমিটির পক্ষ থেকে পতাকা উত্তোলন এবং শোক প্রস্তাব পাঠ মাধ্যমে আজকের এই বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ২৩ তম রাজ্য কমিটির বার্ষিক সাধারণ সভায় উপস্থিত হয়েছেন রাজ্যের প্রতিটি জেলা থেকে প্রতিনিধিদল।

আজকের এই বার্ষিক সভায় আমি দিনের ট্রেড ইউনিয়ন এক না ১৯২৬ সালের যারা গাড়ি মালিক প্রতিনিধিত্বতে যারা কর্মরত তারা আজ সরকারের কাছে দাবি রাখেন কেন তাদেরকে এই পেশায় লিগালাইজ করা হচ্ছে না এছাড়াও এই সংগঠনের পক্ষ থেকে বলা হয় আমরা যারা গাড়ি মালিকের প্রতিনিধিত্ব হিসাবে কাজ করি যেসব জাগায় আরটিও এবং এআরটিও আছেন সেখানে এই সংগঠনদের প্রতিনিধিত্বদের বসার জায়গা দেয়া হোক।

সংগঠনের পক্ষ থেকে দাবি তোলা হয় অনেক জায়গা আছে যেখানে আমাদের প্রতিনিধিত্ব দেয় ঢুকতে দেয়া হয় না তাই আর এই সম্মেলনের থেকে আমরা সরকারের কাছে দাবি রাখছি যে আমাদের এই ব্যবস্থা করা হোক আজকের এই বার্ষিক সভা থেকে রাজ্য নেতৃত্ব আগামী দিন কি কি কর্মসূচি গ্রহণ করবে তা ঠিক করবে বলে জানান মনজ ঝাঁ ওয়েস্ট বেঙ্গল মোটর ভেকেল স রাজ্য সভাপতি।