অবতক খবর,৯ এপ্রিল: সোমবার নোয়াপাড়ায় শিক্ষকদের এক সমাবেশে জগৎদলের বিধায়ক সোমনাথ শ্যাম বলেছিলেন অর্জুন সিং গাদ্দার ছিল গাদ্দার আছে গাদ্দার থাকবে। তিনি দাবি করেছিলেন তার কাছে একটি হলুদ ডায়েরী আছে তার একটা পাতা তিনি খুলেছিলেন আর তাতেই অর্জুনের ভাইপো জেলে ঢুকেছে ভিকি যাদব খুনের মামলায়। তুমি যত বলবে তত আমি ফাইলের পাতা খুলবো। এবার তোমার ফাইল আমি খুলবো ওই ফাইলে যত কারনামা আছে তোমায় তা দিয়েই তোমায় জেলে ঢোকাবো। অর্জুন কারো নয় শুধু নিজের টুকু বোঝে চাকরি দেওয়ার ব্যাপার থেকে সবকিছুতে শুধু টাকা লুট করেছে। দোকানদার ব্যবসায়ীদের লোড করেছে।
সেই পরিপ্রেক্ষিতে আজ অর্জুন সিং বলেন ওর কপালে দুঃখ লেখা আছে। আর আমি যেদিন ফাইল বের করব সেদিন ওকে বালু মল্লিক হয়ে যেতে হবে