রাজীব মুখার্জী :: অবতক খবর :: হাওড়া ::    রাজ্যে চলছে বৃক্ষরোপন উৎসব। হাওড়ার জগৎবল্লভপুর অঞ্চলে যুব কংগ্রেসের পক্ষ থেকে আজকে বৃক্ষরোপণ করা হয়।

পশ্চিম বাংলা রাজ্য যুব কংগ্রেসের উদ্যোগে এই বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়। সংগঠনের রাজ্য সম্পাদক ইউসা আব্বাসির নেতৃত্বে হাওড়া জেলা জগৎবল্লভপুর হাওড়া আমতা ৬৩ নম্বর রোডের উপর আমফান ক্ষতিগ্রস্ত এলাকায় বেশকিছু বৃক্ষরোপণ করার মাধ্যম দিয়ে মানুষের কাছে সচেতন করা হলো।

আজকের কর্মসূচি তে এসে তিনি বলেন ১৯৭৭ সালের পর থেকে ২০২০ সাল। দীর্ঘ এতগুলো বছর রাজ্যে কংগ্রেস ক্ষমতায় নেই। তবু এখনো যারা এই দলটি করছে তারা কোনো কিছু পাওয়ার আশায় করছেন না। তিনি আরো বলেন আমফান ঘূর্ণিঝড়ে এই অঞ্চলে সবুজের প্রভূত ক্ষতি হয়েছে। তাই আজকে এই বৃক্ষরোপন কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের কাছে তারা বার্তা দিতে চান যে “কংগ্রেস সরকারে নেই কিন্তু দরকারে আছে”।

তিনি আরো দাবি করেন আমফান ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের টাকা নিয়ে দুর্নীতি করছে রাজ্যের শাসক দল। একপক্ষ অপর পক্ষকে ধরিয়ে দিচ্ছে। নিজেদের আত্মীয়স্বজনের নামে টাকা চুরি করেছে। রাজ্য সরকার কে আবার সেই টাকা ফিরিয়ে দিচ্ছে। কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এতে সাধারণ মানুষের কাছে কি বার্তা যাচ্ছে। এতে যদি ধরা পড়ে তাহলে টাকা ফেরত আর ধরা না পড়লে টাকা আত্মসাৎ করে দেবে। এটা রাজ্যের করুন অবস্থার ছবি বলে দাবি করেন তিনি।