কবি ইমরান প্রতাপগঢ়িকে ১ কোটি ৪ লক্ষ টাকা জরিমানা করল মোরাদাবাদ জেলা প্রশাসন-উত্তরপ্রদেশ সরকার। নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন কবি।এই তাঁর পুরস্কার।
মোরাদাবাদ ঈদগাহ এলাকায় নিরাপত্তায় এক কোম্পানির্্যাফ ও দেড় কোম্পানি পিএসি বাহিনী মোতায়েন করা হয়েছে। রোজ এরজন্য খরচ হচ্ছে ১৩ লক্ষ ৪২ হাজার টাকা। সেই খরচের ভিত্তিতেই তাঁকে ১ কোটি ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
কবিকে জরিমানা
তমাল সাহা
অন্ধ তমিস্রা নেমে আসে এই মধুমাসে।
তবুও লালফুলেদের বর্ণসজ্জা বাড়ে
অরণ্য আবাসে।
কবিরা কবির মতো হয়– প্রজ্ঞাবান প্রবীণ।
কলম তো সবসময় চলমান অস্ত্র।
কবিও পদাতিক,মিছিলে যেন তারুণ্য নবীন।
উদ্বাস্তু,শরণার্থী হবে নাকো মানুষ।
তার ঠাঁই নড়বে আর কতবার?
কবি কি নিশ্চুপ থাকে,
নতজানু হবে,
খুঁজবে কি রাষ্ট্রের পায়ের বাহার?
যারা ঝুঁকতে জানে,
তারা ঝোঁকে।
যারা ঝুঁকি নিতে জানে,
তারা মেরুদন্ড সোজা রাখে।
মানুষের সঙ্গে কবি মিশে যায়,
জড়ো হয় মোরাদাবাদ,ঈদগাহ ময়দানে।এতো মানুষ কোত্থেকে আসে!জনসমুদ্রে তুফান ওঠে তুমুল গর্জনে।
কলমে লিখছো তুমি অক্ষর।
অবস্থান-বিক্ষোভে তোমার কি দরকার?
১ কোটি ৪ লক্ষ টাকা হল জরিমানা
কবির না কবিতার?
এভাবেই কবি ও কবিতা হয়ে ওঠে সম্মানী,
পায় জরিমানা-পুরস্কার—
চতুর্দিকে ওঠে জয়ধ্বনি।
ভারতবর্ষ চিৎকার করে বলে,
কি করে এই রাষ্ট্র
আমার গর্ভজাত হলো কি জানি!