অবতক খবর , সংবাদদাতা , বর্ধমান :- গত ৫সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন বর্ধমান ১ নম্বর ব্লকের কমলপুর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের সংবর্ধনা দিয়েছিল ” বর্ধমানের হৃদয় থেকে ” আর সে সময় স্কুলের তরফ থেকে আবেদন জানিয়েছিল ছাত্র-ছাত্রীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করার জন্য প্রজেক্টর প্রয়োজন ,যা দিলে উপকৃত হবে স্কুল।

সেই কথামতো বর্ধমানের হৃদয়ের সদস্য পল্লব দাস কথা দিয়েছিল তারা দেবে, আজ সেই প্রজেক্টর কমলপুর প্রাথমিক অবৈতনিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রায়হান স্যার ও ঈদবক্স স্যারের হাতে তুলে দিলো সমাজসেবী আশরাফ উদ্দিন বাবুদা ।

উপস্থিত ছিলো পল্লব দাস, ডক্টর গোলাম আহমেদ, বিপ্লব দাস, শাহানা পারভীন, সুমনা ঘোষ, সন্দীপ মুখার্জী, কিরণ থাপা, তুষার কান্তি আরো অন্যান্য সদস্যরা। বিদ্যালয়ের ছাত্র ছাত্রী থেকে গ্রামবাসী ও অভিভাবকেরা খুব খুশি।