অবতক খবর,১০ জুলাইঃ পুনঃনির্বাচনেও ছাপ্পা ভোটের অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। গ্রাম ছাড়া আইএস এফ প্রার্থী সহ প্রায় আড়াইশো সমর্থক দাবি আইএসএফ নেতৃত্বের। নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে পুনঃনির্বাচনের ভোট বয়কটের সিদ্ধান্ত আইএসএফের।
অশোকনগরের দীঘরা মালিকবেরিয়া পঞ্চায়েতের সোলেমানপুরে ৭৩ নম্বর বুথে সোমবার সকাল থেকে পুনরায় নির্বাচন হচ্ছে। তবে ভোটকেন্দ্রে বিরোধী কোন এজেন্ট নেই। প্রায় আড়াইশো আইএসএফ সমর্থক গ্রাম ছাড়া রয়েছে বলে নির্বাচন কমিশনকে রবিবার চিঠি দিয়ে সে কথা জানিয়েছেন 73 নম্বর বুথের আইএসএফের প্রার্থী সেলিমা বিবি। প্রার্থী নিজেও সপরিবারে বাড়িতে নেই বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। এবং তারা এই ভোট বয়কট করছেন বলেও জানিয়েছেন। এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে ভোটারা প্রত্যেকে যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করলে তবেই তারা এই ভোটকে মান্যতা দেবে বলে জানান আইএসএফ নেতৃত্ব।