অবতক খবর,২৯ জুন: এই একই মামলায় আলিপুরে এক ব্যবসায়ী দীপক নাহাটার বাড়িতেও চলছে তল্লাশি। এর আগে এই মামলার তদন্ত করেছিল সিবিআই। সেখান থেকে মামলার তদন্তভার নেয় ইডি।

আলিপুরে এক ব্যবসায়ীর ফ্ল্যাটে চলছে ইডি-র হানা। এছাড়াও আরও কয়েকটি জায়গায় তল্লাশি চালাচ্ছেন ইডি-র আধিকারিকরা।

২০২১ সালের একটি বহুজাতিক সংস্থার আর্থিক তছরূপের মামলার তদন্তে ইডি। এই সংস্থার বিরুদ্ধে আগেই তদন্ত শুরু করেছে সিবিআই। এবার ইডি আর্থিক তছরূপের বিষয়টির তদন্ত করছে। কয়েক হাজার কোটির আর্থিক তছরূপের অভিযোগ রয়েছে বলে ইডি সূত্রে খবর। নিয়ম বহির্ভূতভাবে বাজার থেকে টাকা তুলে ইনভেস্টমেন্ট করার অভিযোগ। পঞ্জী স্কিম মারফতও এই টাকা একাধিক রাজ্য থেকে তোলা হয়েছে। কলকাতা, পাঞ্জাব, হরিয়ানা, ভুবনেশ্বর, চন্ডিগড় ও দিল্লি থেকে টাকা তোলা হয়েছে। সেই যোগসূত্র ধরেই শনিবার আলিপুর সহ কলকাতার একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি।