Xclusive অবতক খবর : করোনা আতঙ্ক কতদূর ছড়িয়েছে দেখুন। মানুষ ভয়ার্ত হয়ে পড়েছে। আগামী দিনের জন্য খাবার-দাবার সঞ্চয় করে রাখছে। কিছু কিছু ভিডিও এমনভাবে ভাইরাল হয়েছে যে, আগামী ৭-৮ দিন কোন খাবার পাওয়া যাবে না। কারণ দোকানপাট নাকি বন্ধ করে দেয়া হবে। এই কারণে মানুষ মুদির দোকানে ভিড় করেছে তাদের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য। এইরকম ভিড় দেখা গেছে নৈহাটি,হালিশহর অঞ্চলে।

কাঁচরাপাড়ার মানুষরাও আমাদের অবতক- এর মাধ্যমে জানতে চাইছেন যে বিষয়টা কি? আগামী কয়েকদিনের মধ্যেই এই দোকানপাট বন্ধ হয়ে যাবে কিনা? অদ্ভুত একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। এই করোনা আতঙ্কে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। ‌কিন্তু প্রশাসনিকভাবে সেইরকম কিছু বলা হচ্ছে না। মানুষ নিজে নিজেই ভয়ার্ত হয়ে পড়ছে।

আমরা অবতক-এর পক্ষে জানাচ্ছি, কায়েমী স্বার্থান্বেষীরা এই রকম অযথা একটা ভয়ার্ত পরিবেশ সৃষ্টি করতে চাইছে। অন্যদিকে এরমধ্যে ব্যবসায়িক স্বার্থ থাকতে পারে। তারা অর্থনৈতিক সুবিধার জন্য এইরকম আতঙ্ক সৃষ্টি করছেন। হয়তো কোন চক্র সক্রিয় হয়েছে। ফলত মানুষ একটা দুঃসহ অবস্থার মধ্যে পড়ে গেছে।

অবতক-এর পক্ষ থেকে বারবার অনুরোধ করা হচ্ছে যে এমন কোন খবর নেই দোকানপাট বন্ধ করে দেওয়ার। ‌এমন কোন প্রস্তুতি নেওয়া হয়নি। সুতরাং আপনারা ভয় পাবেন না। আতঙ্কগ্রস্ত হওয়ার কিছুই নেই। ‘
অবতক’- এর দিকে নজর রাখুন। অবতক খবরের আপডেট দিতে থাকবে।