অবতক খবর , শিলিগুড়ি ,১৮ এপ্রিল ::   শিলিগুড়ির এক বেসরকারি ডাক্তারের করোনা আক্রান্ত হয়ে ভর্তি হওয়াকে কেন্দ্র করে গোটা শিলিগুড়িতে চাঞ্চল্য ছড়িয়েছে। তবে কোন ডাক্তার ভর্তি হয়েছেন তা জানা না গেলেও আক্রান্ত ডাক্তার বেসরকারি ভাবে প্রাকটিস করেন বলে খবর পাওয়া গেছে।

এদিকে ডাক্তারের ভর্তি হওয়ায় আতঙ্কে শিলিগুড়ির কোন ডাক্তারই আর নিজের চেম্বার করছেন না বলে খবর পাওয়া গেছে। সরকারী হাসপাতাল ছাড়াও এই ডাক্তাররাই অসময়ের সঙ্গী। আর সেই ডাক্তার না পাওয়াতে চরম সমস্যায় পড়েছেন শিলিগুড়ির অন্যান্য রোগীরা। একই অবস্থা শিলিগুড়ি হাসপাতালেরও।

হাসপাতালের আউটডোরে ভীড় জমে যাচ্ছে অথচ ডাক্তারের দেখা পাওয়া যাচ্ছে না। এই অভিযোগ অনেকেরই। দুরারোগ্য অসুখ তো দুরের কথা সামান্য পেটের সমস্যাতেও ডাক্তার পাচ্ছেন না অনেকেই।অনুরূপ দুরাবস্থা শিশুদেরও, অসুস্থ বাচ্চাদের দেখাবার জন্য কোন ডাক্তার পাওয়া যাচ্ছে না।

শিলিগুড়ি সহ গোটা উত্তরবঙ্গের অবস্থা একই।জলপাইগুড়িতেও ডাক্তারেরা নিজের চেম্বার বন্ধ করে দিয়ে ঘরে বসে গেছেন। ডাক্তার না থাকায় সমস্যায় পড়েছেন শিলিগুড়ির প্রবীণ নাগরিকেরা প্রেসার সুগার এবং হার্টের রোগের ওষুধ না পাওয়ায় জীবন সংকটে পড়েছেন প্রবীণ নাগরিকেরা।শিলিগুড়ির বিভিন্ন জায়গায় ওষুধের দোকান বন্ধ থাকারও খবর আসছে।