শিলিগুড়ি :: ১৮ মার্চ :: ভাইরাস নেই। নিশ্চিন্তে নিয়ে যান মাছ। তবুও দেখা নেই ক্রেতার। শিলিগুড়ির রেগুলেটেড মার্কেটের মাছের আড়তদারদের মাথায় হাত।
গত কয়েকদিনে প্রায় ৩০-৪০ শতাংশ বিক্রি কমে গিয়েছে। মাছের আমদানি ঠিক থাকলেও শিলিগুড়ি থেকে ভিনরাজ্যে যাচ্ছে না মাছ। যেকারণে আরও সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা। মাছের কেনা বেচা কমেছে শিলিগুড়ির গোটা শহর জুড়ে। কোথাও ক্রেতার দেখা নেই।
এক মাছ ব্যাবসায়ী জানালেন গত তিনদিনে হাজার টাকারও মাছ বিক্রি হয়নি। করোনা আতঙ্কে মাংশ মাছ কেনা বন্ধ করে দিয়েছেন অধিকাংশ মানুষই,ফলে সমস্যায় পড়ে গেছেন ব্যাবসায়ীরা,বাজারে মাছ পড়ে আছে অথচ বিক্রি হচ্ছেনা মাছ এতটা দুরাবস্থা কোনদিন আসে নি আমাদের।