অবতক খবর ,অভিষেক দাস, মালদা:- পুজোর মরসুমে বাজারে উপচে পড়া ভিড় ঠেকাতে ক্রেতাদের ধরে ধরে করোনা পরীক্ষা করতে হবে। মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে দ্রুত এই ব্যবস্থা চালু করার নির্দেশ দিলেন কোভিড-১৯ নর্থ বেঙ্গলের অফিসার অফ স্পেশাল বিউটি (ওএইচডি) ডা: সুশান্ত কুমার রায় ।

মঙ্গলবার বিকালে মালদা শহরের সানাউল্লাহ মঞ্চে বিভিন্ন পুজো কমিটির কর্তাদের নিয়ে একটি প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে কিভাবে সামাজিক দূরত্ব মেনে এবং করোণা সংক্রমণ ঠেকাতে পুজো করতে হবে, সেই সব বিষয় নিয়ে বিভিন্ন পুজো কমিটিকে পরামর্শ দেন স্বাস্থ্য দপ্তর এবং প্রশাসনের কর্তারা।

পাশাপাশি উপস্থিত পুজো কমিটির কর্তাদের  কাছেও নানান সমস্যার কথা শোনেন তাঁরা।এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক রাজর্ষি মিত্র, পুলিশ সুপার অলোক রাজোরিয়া, মালদা মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডা: পার্থপ্রতিম মুখার্জি , ভাইস প্রিন্সিপাল ডা: অমিত দাঁ , অতিরিক্ত জেলাশাসক পালদেন শেরপা, সদর মহকুমা শাসক সুরেশচন্দ্র রানো প্রমূখ।