অবতক খবর , শিলিগুড়ি :     করোনা আবহে চরম বিপর্যয়ে মৃৎশিল্পীরা। পূজো সামনে অথচ সেই চাহিদা নেই তাদের। এবার শিলিগুড়ি শহরে গণেশ পূজা, বিশ্বকর্মা পূজা ছোট করেই পালিত হয়েছে। বেশিরভাগ জায়গায় পুজো হয়নি। যে কারণে এবার মূর্তির চাহিদাও অনেকটাই কম ছিল।মূর্তি বিক্রি না হওয়ায় সেইসময় ক্ষতির মুখে পড়েছিলেন শিলিগুড়ির কুমোরটুলির মৃৎশিল্পীরা।

এদিকে সামনেই দুর্গা পূজা। প্রতি বছর এইসময় দম ফেলার ফুরসৎ থাকেনা মৃৎশিল্পীদের। তবে এবছর করোনার জেরে শিলিগুড়ির কুমোরটুলির সেই চিত্রটাই যেন পাল্টে গিয়েছে। এবছর ছোট করেই হচ্ছে শহরের বিগ বাজেটের পুজোগুলো। অন্যদিকে বেশকিছু পুজো কমিটি এবছর পুজো করবে না বলে জানিয়ে দিয়েছে। এদিকে বর্তমান পরিস্থিতিতে প্রতিমা তৈরির সরঞ্জামের দাম বেড়েছে কয়েকগুন।

অন্যদিকে প্রতিমার দাম কমেছে অনেকটাই। বিগত বছরের তুলনায় প্রতিমার চাহিদা নেই। প্রতিমার অর্ডার মিলেছে অনেক কম। স্বাভাবিক ভাবেই দিনভর কাজ করেও তার সুফল পাবেন কি না, তা নিয়ে সন্দেহে রয়েছে শিল্পীদের। মূলত পেশাদারিত্ব বজায় রাখতেই চরম সংকটের মুখে দাঁড়িয়েও প্রতিমা তৈরি কাজ করে চলেছেন শিলিগুড়ির কুমোরটুলির শিল্পীরা।