করোনা ভীতি যখন পৃথিবীকে গ্রাস করেছে, তখন এরা ভ্রূক্ষেপহীন, করোনাকে বুড়ো আঙুল দেখিয়ে প্রকৃতি ও ক্ষুধার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। করোনা এখানে এসে ভয়ে থমকে দাঁড়ায়িছে।
করোনা এদের ছোঁয় না
তমাল সাহা
পথের শিশুটি মাস্ক পরে নেই।
ফুটপাতে শুয়েথাকা মানুষগুলি
মাস্ক পরে নেই।
প্ল্যাটফর্মের চাতালে শুয়ে পোয়াতি নারীটি মাস্ক পরে নেই।
কাগজ কুড়োনি মেয়েটি মাস্ক পরে নেই।
রাজমিস্ত্রির সাথে জোগাড়ে যে আদিবাসী মেয়েগুলি এসেছে
হাসপাতালের বিল্ডিং গেঁথে তুলবার মশলা জোগান দিচ্ছে তারা কেউ মাস্ক পরে নেই।
ঐ যে আখের রস বিক্রি করছে যে দেহাতি ভ্যানওয়ালা সেও মাস্ক পরে নেই।
ইটের ভাটিতে যারা মাটি তুলছে,
ইট বানাচ্ছে সেই টাঁঢ় মাটি অঞ্চলের আদিবাসী মেয়েগুলি তারা মাস্ক পরে নেই।
ভাগাড়ে পড়ে থাকা বোতল,লোহার টুকরো যারা খুঁজতে বেরিয়েছে,
কাঁধে বিশাল ঝোলা নিয়ে তারা কেউ
মাস্ক পরে নেই।
করোনার বিন্দুমাত্র ক্ষমতা নেই ওদের শরীরে ঢোকে।
এরা ভাইরাস-প্রুফ হয়েই জন্মেছে।
আইসোলেশন বিভাগে এদের কাউকে খুঁজে পাওয়া যায়নি।
এরা কেউ সাবানে হাত ধোয়নি,
এরা কেউ অ্যালকোহলিক স্যানিটাইজারে হাত সাফ সুতরো করেনি।
যারা কুড়িয়ে ভিক্ষে করে হাত পেতে খায়
তারা হাত ধোবে কখন?