অবতক খবর , শিলিগুড়ি :      শিলিগুড়িতে করোনা নিয়ে গাফিলতি করছে শহরের প্রশাসন এমন অভিযোগ করেছেন শহরের কোভিড পজিটিভ রোগীর আত্মীয়রা। এদিন বহু করোনা রোগীর আত্মীয়রা শিলিগুড়ির দিশান হাসপাতালের সামনে দাড়িয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেন। তাদের অভিযোগ যদি প্রশাসন ঠিকমত ব্যাবস্থা নিতো তবে শিলিগুড়িতে করোনার এত বাড়বাড়ন্ত হত না।

গোটা শিলিগুড়িতে যখন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তখন কোনভাবে দায়সাড়া কাজ করে গেছেন শিলিগুড়ি পুরসভা। এইভাবে কাজ করলে করোনা কেন অন্য কোন রোগই যাবে না এই শহর থেকে। এখনো ঠিকভাবে সকালে ময়লার গাড়ি আসে না, যে যে বাড়িতে করোনা আক্রান্ত সে সে বাড়িতে খাবার পৌছে দেবার দায়িত্ব শিলিগুড়ি পুরসভার বর্তমান প্রশাসকের অথচ কোন কিছুই করা হচ্ছে না। বিরোধি কোয়ার্ডিনেটার এবং ওয়ার্ডের বর্তমান সেক্রেটারি আপ্রান চেষ্টা করে যাচ্ছেন, কিন্তুু তা হলেও সমস্যায় পড়ে যাচ্ছেন রোগীরা নুন্যতম পরিসেবা না পেয়ে ক্ষোভে ফেটে পড়ছেন অনেক বাসিন্দা।

শিলিগুড়ির বেশ কয়েকটি ওয়ার্ডে বেড়েছে করোনা আক্রান্তে সংখ্যা কিন্তুু তা হলেও প্রশাসন নির্বিকার থেকেছে। যদি করোনা আক্রান্ত এবং তার পরিবারের প্রতি দৃষ্টি না দেওয়া হয় তবে শিলিগুড়িতে করোনা আক্রান্তের সংখ্যা দমিয়ে রাখতে পারবে না বলে দাবী করছেন তারা।