শিলিগুড়ি :: ৮ জুন :: করোনা পরিস্থিতি নিয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে বৈঠক সারলেন কোভিড-১৯ নর্থবেঙ্গল ও এসডি ডাঃ সুশান্ত রায়। এদিন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার সহ অন্যান্য আধিকারিক এবং অন্যান্য ডাক্তারদের নিয়ে বৈঠক সারেন তিনি।
গত সপ্তাহে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের বেশ কয়েকজন চিকিৎসক করোনা সংক্রমিত হন। যে কারণে চিকিৎসা পরিষেবা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে এদিন আলোচনা হয়। আলোচনা শেষে সাংবাদিক বৈঠকে ডাঃ সুশান্ত রায় জানান,পরিষেবা আপাতত স্বাভাবিকই রয়েছে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ৮ জন ডাক্তার করোনা সংক্রমিত রয়েছেন। এদের মধ্যে একজন কলকাতায় রয়েছেন। এই ডাক্তারদের সংস্পর্শে আসায় ৩৫ জন ডাক্তারকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
এছাড়াও ১১ জন নার্সও কোয়ারেন্টিনে রয়েছেন। তবে সুশান্ত রায় জানাচ্ছেন একটু সমস্যা থাকছে তবে ডাক্তারেরা যারা করোনা পজিটিভ আছেন নেগেটিভ হলেই অনেকটা সমস্যা কমে আসবে,তখন আবার আগের মতনই রোগী দেখা হবে,কিংবা ভর্তি করা হবে।