অবতক খবর,কল্যাণ দত্ত, পূর্ব বর্ধমান  :: পূর্ব বর্ধমানের সেহারা বাজারে কঠোর ভাবে নজরদারি চালালেন CIC সঞ্জয় কুন্ডুর উদ্যোগে পুলিশ প্রশাসন এর কর্তা ব্যাক্তিরা । উপস্থিত ছিলেন রায়নার ওসি পুলক মন্ডল, সেহারা আউট পোস্টের আই সি উত্তাল সামন্ত এবং সেহারা ট্রাফিক ওসি সুকুমার মন্ডল।

করোনা প্রতিরোধ এ বারবার সতর্ক করা সত্ত্বেও ঠিকঠাক ভাবে মানছেনা বহু সাধারণ মানুষ। তাই বাধ্য হয়েই প্রশাসন সরাসরি নজরদারি চালাতে রাস্তায় রাস্তায় অভিযান চালালো ।আকারণে রাস্তায় ঘোরা ঘরি করার অভিযোগে বহু মানুষ কে গ্রেফতার করে পুলিশ ।