অবতক খবর,২১ মে: এই করোনাকালে মানুষের পাশে সমাজসেবী সংস্থা রিয়েল হিউম্যান। তারা পৌঁছে যাচ্ছেন করোনা আক্রান্তদের বাড়িতে। প্রয়োজনে তাদের খাবার, ওষুধ, এমনকি অক্সিজেন পর্যন্ত সরবরাহ করছেন তারা। শুধু তাই নয়, এই করোনা মহামারীতে যারা এক বছরেরও বেশি সময় ধরে কর্মহীন তাদের পাশে দাঁড়াচ্ছেন তারা। নিজেদের সাধ্যমত তাদের সাহায্যের চেষ্টা করে চলেছে এই সমাজসেবী সংস্থা।
এছাড়াও প্রতি রবিবার নিয়ম করে বিভিন্ন রেলস্টেশনে গিয়ে গরিব মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়ে তাদের মুখে হাসি ফোটাচ্ছেন এই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।
আর তাদের এই কর্মকাণ্ডে তারা জনসাধারণের সাহায্য চাইছেন, যাতে তারা নির্বিঘ্নে মানুষের জন্য কাজ করে যেতে পারেন।
তারা বলেন, যার যতটুকু সামর্থ্য ততটুকু দিয়েই আমাদের সহায়তা করুন। কারণ এখন পরিস্থিতি খুব খারাপ। সুতরাং এই কঠিন পরিস্থিতিতে আমাদের একে অপরের পাশে দাঁড়াতে হবে, মানুষকে সাহায্য করতে হবে।