অবতক খবর,২১জুন: বর্তমানে বীজপুরে অর্থাৎ কাঁচরাপাড়া ও হালিশহরের যা পরিস্থিতি তাতে মনে হচ্ছে যেন করোনা মহামারীর আর কোনো গুরুত্ব নেই।‌ পুরো বাজার জনারণ্যে সরগরম। মনে হচ্ছে যে, লকডাউন একদমই নেই। অনুসন্ধানে দেখা যাচ্ছে যে,বহু মানুষই মাস্ক ব্যবহার করছেন না। অনেকে মাস্ক পরেও চিবুকের কাছে নামিয়ে রাখছেন। রীতিমতো রাস্তায় আড্ডা,চলাফেরা চলছে।‌ কোনরকম প্রশাসনিক অর্থাৎ পৌর প্রশাসনিক এবং থানা প্রশাসনিক কোন ক্রিয়া প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না। এরজন্য যে প্রতি মুহূর্তে সতর্কতামূলক প্রচার চালানোর দরকার ছিল তা প্রথম পর্যায়ে যেমন দেখা গিয়েছিল অর্থাৎ যতটা সক্রিয়তা প্রশাসন দেখিয়েছিল,এখন তার বিন্দুমাত্র ক্রিয়া প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না।

অন্যদিকে দেশপ্রেমের জোয়ার অতিরিক্ত মাত্রায় বেড়ে গিয়েছে। দেশপ্রেমিক জোয়ারের কাছে পরাজিত হয়েছে করোনা মহামারী। এখন মিডিয়া বা সংবাদপত্র বা অন্য কোন প্রচার মাধ্যমে করোনা নিয়ে না যত প্রচার তার চেয়ে বেশি প্রচার দেশপ্রেম নিয়ে,দেশের সেনাদের মৃত্যু নিয়ে। ‌দেশের শহিদদের শ্রদ্ধাঞ্জলি জানানো বিন্দুমাত্র অন্যায় নয় এবং যথোপযুক্ত কাজ। এরজন্য শহর জুড়ে বিভিন্ন দিন যে শ্রদ্ধা জ্ঞাপনের মিছিল,মৌন মিছি, মোমবাতি মিছিল বেরোচ্ছে সেখানে সামাজিক দূরত্ব মানা হচ্ছে না। তাদের মাথার থেকে করোনার কথাই উধাও হয়ে গেছে। এ বিষয়ে প্রশাসনের বা রাজনৈতিক দলের ও কোন নজরদারি নেই।

এদিকে কাঁচরাপাড়ার মন্ডল বাজার সংলগ্ন অঞ্চল, হালিশহর , ভাটপাড়া, কল্যাণী থেকে সংক্রমণ ছড়ানোর যে সংবাদ পাওয়া যাচ্ছে সে ব্যাপারে মানুষকে সতর্ক করার জন্য বিশেষ কোন দায়িত্ব পালন করছে না এই অঞ্চলের প্রশাসন। অদ্ভুত একটা পরিস্থিতি চলছে।

এক কথায় বলা যায়, সংক্রমণ বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এই অঞ্চলে। কিন্তু প্রতিরোধের জন্য কোন  ব্যবস্থা দেখা যাচ্ছে না এবং জনগণের মধ্যেও সেই সচেতনতা দেখা যাচ্ছে না।