অবতক খবর :: শিলিগুড়ি :: ১ জুন :: শিলিগুড়ির দা চ্যাং স্পেশালিটি হাসপাতালের উনিশ জন কোভিড-১৯ রোগীর ভিডিও সামনে আসায় চাঞ্চল্য ছড়ালো গোটা শিলিগুড়িতে। এক কোভিড-১৯ আক্রান্ত ওই ভিডিওটি সামনে আনে নিজের মোবাইলে রেকর্ডিং করে। রেকর্ডিং এ কোভিড-১৯ আক্রান্তদের দুরবস্থার কথা দেখানো হয়েছে। তাদের খাবার ঠিকমত দেওয়া হচ্ছে না, তাদের অত্যন্ত অস্বাস্থ্যকর ব্যবস্থার মধ্যে দিয়ে থাকতে হচ্ছে এমনকী ঠিকমতো দেখাশুনাও করা হচ্ছে না। তবে নার্সিংহোম কর্তৃপক্ষ ওই ভিডিওটি মিথ্যা বলে দাবী করছেন।
এদিকে কোচবিহার থেকে করোনা আক্রান্ত সাইত্রিশ জনকে শিলিগুড়িতে নিয়ে আসার জন্য ক্ষোভে ফুটছেন শিলিগুড়ির মানুষ। তারা দাবী করছেন রোগীর সংখ্যা বেশী বাড়েনি শিলিগুড়িতে। কিন্তু বাইরে থেকে রোগী নিয়ে আসার ফলে সমস্যা বেড়েছে শিলিগুড়িবাসীর। সঙ্গে বেড়েছে আশঙ্কাও।তারা দাবী করছেন অবিলম্বে ওই সব বাইরে থেকে আসা রোগীদের বাইরে পাঠাতে হবে চিকিৎসার জন্য। যদিও আরেক মহলের আশঙ্কা, এমন বিক্ষোভ দেখানো হলে পরবর্তীতে চিকিৎসার কারণে তাদেরও কলকাতা যাত্রা বন্ধ হয়ে যেতে পারে।