অবতক খবর :: শিলিগুড়ি :: ১ আগস্ট :: ‌     করোনা সঙ্কটের মধ্যেও শিলিগুড়িতে পালিত হল ইস্টবেঙ্গলের ১০১তম প্রতিষ্ঠা দিবস। শনিবার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সুইমিং পুলের সামনে ক্লাব পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন করেন ইস্টবেঙ্গলের সদস্য নান্টু পাল ও অরূপরতন ঘোষ।

এছাড়াও এদিন ইস্টবেঙ্গল দ্য হার্ট অফ শিলিগুড়ি ফ্যান ক্লাবের জন্মদিন ছিল। এই উপলক্ষ্যে ফ্যান ক্লাবের পতাকা তোলেন লাল–হলুদ সদস্য মদন ভট্টাচার্য ও শ্যামল তরফদার। ক্লাবের ১০১ উপলক্ষে কেক কাটেন ফ্যান ক্লাবের সভাপতি দেবতোষ সান্যাল।

এদিন বিভিন্ন ক্রীড়াবিদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। তাঁদের স্মৃতির উদ্দেশ্যে জ্বালানো হয় প্রদীপও। অনুষ্ঠানে ছিলেন ইস্টবেঙ্গলের উত্তরবঙ্গের লিয়াঁজো ম্যানেজার রবীন মজুমদার। এছাড়াও ফ্যান ক্লাবের কর্মকর্তা স্বস্তিক সাহা, সপ্তক বসু সহ অন্যদের দেখা যায়ফ