অবতক খবর , রাজীব মুখার্জী, হাওড়া :     আজ জন্মাষ্টমী, দিনটির কথা মাথায় রেখে একইসঙ্গে শহরজুড়ে যে হারে করোনা সংক্রমণ বেড়ে চলেছে তা দেখে হাওড়া পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌর মাতা, আইনজীবী মল্লিকা রায়চৌধুরী এক অভিনব উদ্যোগ নেন সাধারণ মানুষকে সচেতন করতে ।

এদিন সকালে তিনি রাজপথে হাজির হন ভগবান কৃষ্ণ রূপি এক ব্যক্তিকে নিয়ে । যার পরনে ছিল ভগবান কৃষ্ণের মতই বেশভূষা, অলংকার, মাথার মুকুট ও বাঁশি । আর করোনা সংক্রমণ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মুখে মাক্স । তাকে নিয়ে তিনি হাজির হন পথচলতি মানুষের কাছে । সকলকে মুখের মাক্স বিতরণ করা থেকে শুরু করে তাদের বোঝানো হয় কিভাবে নিজেদেরকে সুরক্ষিত রাখবেন তারা। যেখানে ভগবান নিজে মাক্স পড়ে তাদের সামনে আসছেন সেখানে তারা যেন কিছুতেই বাড়ির বাইরে না জান ।

একই সঙ্গে ছোট ছোট শিশুদের চকলেট বিস্কুটের প্যাকেট ও বিতরণ করা হয় তার উদ্যোগে ।