অবতক খবর, নরেশ ভকত, বাঁকুড়াঃ করোনা সতর্কতায় সারা দেশে চলছে লক ডাউন।এই অবস্থায় বাঁকুড়া শহরে যত্রতত্র ঘুরে বেড়ানো ‘ভবঘুরে’দের আশ্রয় দিল বাঁকুড়া পৌরসভা। উপপৌরপ্রধান দিলীপ আগরওয়ালের উদ্যোগে শহরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো ভবঘুরেদের নিরাপদে থাকা ও খাবারের ব্যবস্থা করেন তিনি। এই মুহূর্তে তাদের পৌরসভা সংলগ্ন একটি নির্মীয়মান বাড়িতে ওই ভবঘুরেদের থাকার ব্যবস্থা করা হয়।
ভবঘুরে কালী মুন্কি বলেন, এতোদিন আমরা গোবিন্দনগর বাসস্ট্যাণ্ডে থাকতাম।এখানে আসার পর খুব সুবিধা হয়েছে। থাকা ও খাওয়ার কোন অসুবিধা হচ্ছেনা।
উপপৌরপ্রধান দিলীপ আগরওয়াল বলেন, মোট ২১ জন ভবঘুরেকে এখানে রাখা হয়েছিল। তার মধ্যে ৩ জনকে বাড়ির লোক ফিরিয়ে নিয়ে গেছেন। বর্তমানে ১৮ জন এখানে আছেন। প্রশাসনের আর্থিক সহযোগীতায় এদের এখানেই রাখা হবে বলে তিনি জানান।
এদিন ডেপুটি ম্যাজিস্ট্রেট বাঁকুড়া সদর, দেবব্রত জানা ভবঘুরেদের আবাসস্থল ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন। এই কাজে প্রশাসনের তরফে সর্বোতভাবে সাহায্য করা হবে বলে তিনি জানান।