অবতক খবর,২৬ মার্চ: এবার কাঁচরাপাড়ার এসএফআই,ডিওয়াইএফআই কর্মীরা সক্রিয় ভূমিকা নিল এবং তারা রীতিমতো করোনা ভাইরাসকে চ্যালেঞ্জ জানিয়ে জনগণের পাশে এসে দাঁড়ালো।

 

প্রতিনিয়ত জনগণকে সাহায্য করার জন্য তারা হেল্পলাইন খুলেছে। সেই হেল্পলাইনে যোগাযোগ করলে অতি দ্রুত যে কোন সহযোগিতা পাওয়া যাবে বলে জানা গিয়েছে। এই মূহূর্তে তারা বিপদগ্রস্ত কয়েকজন মানুষের পাশে এসে দাঁড়িয়েছে।

আজ সকালে এসএফআই,ডিওয়াইএফআই কাঁচরাপাড়া লোকাল কমিটির হেল্পলাইনে
একজন ফোন করে জানান, “তার জামাইবাবু অত্যন্ত অসুস্থ, কাঁকিনাড়া বাড়ি এবং দিদি আটকে রয়েছেন কাঁচরাপাড়ায়।তার নিরুপায় আবেদন, দিদিকে পৌঁছে দিতে হবে কাঁকিনাড়া।”

যুব নেতা সাম্য (বাবাই) রক্ষিত এবং কৃষ্ণেন্দু (ছোটকা) গুপ্ত, সেই ব্যক্তির দিদি এবং দিদির কন্যা সন্তানকে কাঁকিনাড়া পৌঁছে দিয়েছেন।
দ্বিতীয়বার ফোন আসে যে,
চন্দননগর থেকে একজন মহিলাকে কাঁচরাপাড়ায় আনতে যেতে হবে। তিনি আটকে পড়েছেন সেখানে। তার বাড়িতে অসুস্থ ব্যক্তি আছেন।
যুবনেতা কেয়ূর (পিকন) ভট্টাচার্য্য সেই মহিলাকে চন্দননগর থেকে কাঁচরাপাড়ায় পৌঁছে দিলেন।

তাদের হেল্পলাইনের তালিকা দেওয়া হলোঃ


তারা পুলিশ প্রশাসনের কাছে বিনীত অনুরোধ করেছেন যে, তাদের এই কাজে পুলিশ যেন সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।