অবতক খবর,২০ আগস্ট: করোনার কারণে এবছরও বেরোলো না মহরমের ঢাল।
মহরম উপলক্ষে আজ বৃহস্পতিবার মুসলিম সম্প্রদায়ের ছিল রাত জাগন। এই রাত জাগন উপলক্ষে তাজিয়া নাচিয়ে মহরম উৎসবে মেতে উঠেন মুসলিম সম্প্রদায়ের মানুষজন।
কিন্তু গত বছর থেকে করোনার কারণে বন্ধ হয়ে আছে মহরমের ঢাল নিয়ে উৎসবে মেতে ওঠা।সাম্প্রতিক দিন কয়েক আগে শহর মহরম কমিটিদের নিয়ে একটি বৈঠক সারেন পূর্ব বর্ধমান জেলা পুলিশ।জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল নিয়ম মেনে পুজো পাঠ করা হলেও,করোনার কারণে মহরমের ঢাল নিয়ে বেরোনো যাবে না।
জেলা প্রশাসনের কথা মেনে এবং করোনা পরিস্থিতির কারণে বেরোলোনা মহরমের ঢাল। করোণার কারণে ভিড় সামাল দিতে বর্ধমান কালা পাহাড়ি ঢালের মাজারে মোতায়েন করা হয় পুলিশ প্রশাসন।ব্যারিকেড করে অল্প সংখ্যক করে মানুষ দের নিয়ে চলছে পুজো পাঠ।