রাজীব মুখার্জী :: অবতক খবর :: হাওড়া ::     ফের করোনা সংক্রমন থানাতে। হাওড়া পুলিশ কমিশনারেট এলাকায় দুটি থানায় ২২ জন আক্রান্ত।যার মধ্যে সাব ইন্সপেক্টর,সিভিক ভলেন্টিয়ার ও অন্যান্য কাজে থানায় কর্তব্যরত কর্মীরাও রয়েছেন।

বাঁটরা থানায় ১৩ জন, ডোমজুর থানায় ৯ জন আক্রান্ত। সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুটি থানার বাকি পুলিশ কর্মীদের সোয়াব টেস্ট করা হচ্ছে। হাওড়া পুলিশ কমিশনারেটে এখনো পর্যন্ত একশ জন এর বেশি আক্রান্ত হয়েছেন কোভিড ১৯ এ। যার মধ্যে ৮০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছেন। গোটা জেলায় ১৩৯ জন পুলিশ কর্মী কর্মীর করোনা পজিটিভ। এরইমধ্যে ৬ জন পুলিশকর্মী সুস্থ হওয়ার পর সঞ্জীবন হাসপাতাল থেকে আজ ছাড়া হয়।

পুলিশকর্মীরা সামনে থেকে আইনশৃঙ্খলা রক্ষার কাজ অথবা রোগীদের হাসপাতালে ভর্তি করছেন বলে তারা আক্রান্ত হচ্ছেন বলে মত পুলিশের এক অংশের।