অবতক খবর :: শিলিগুড়ি :: করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন পশ্চিমবঙ্গের পুলিশের অনেক কর্মী। কিন্তু এই প্রথম করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল রাজ্যের কোনও পুলিশকর্মীর। শেক্সপিয়ার সরণি থানায় ডেপুটেশনে কর্মরত ছিলেন কলকাতা পুলিশের ওই কনস্টেবল।
লালবাজার সূত্রে খবর, বছর ৪৭-র কনস্টেবলের বাড়ি শিলিগুড়ির ফাঁসিদেওয়ায়। তিনি কলকাতা পুলিশের সাউথ ডিভিশনের রিজার্ভ অফিসে কর্মরত ছিলেন। পরে ডেপুটেশনে তাঁকে শেক্সপিয়ার সরণি থানায় পাঠানো হয়েছিল।
এরইমধ্যে স্ত্রীর অসুস্থতার খবর পেয়ে গত ২৮ মে তিনি বাসে করে ফাঁসিদেওয়ার বাড়িতে গিয়েছিলেন। ১ জুন তিনি কাজে যোগ দিয়েছিলেন। সেদিনই তাঁর করোনা পরীক্ষা করা হয়েছিল। প্রাথমিকভাবে অবশ্য তাঁর কোনও উপসর্গ ছিল না। পরদিন কিছু উপসর্গ দেখা দিয়েছিল। ৩ জুন রিপোর্ট আসতে দেখা গিয়েছিল, তিনি করোনা আক্রান্ত। সেইমতো তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছিল। কিন্তু সেখানে তাঁর শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতে শুরু করে। শনিবার সেখানেই মৃত্যু হয় তাঁর।
শেষ খবরে জানা গেছে কলকাতাতেই দাহ করা হবে তাকে।